বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Each day's a history


The bygone days are pages of history. Only if we could go back in time...so many small and big changes could we have made. An unexpressed love could have been expressed, a sin could have been undone, a mistake could have been corrected... history could have been changed... But once a page is written in history, it cannot be re-written. So even though we can repent for our sins, sins committed remain sins. As people, we can only try not to commit the same mistake twice. But that doesn't change the mistakes that we have already made, the mistakes whose details already hang from the pages of our history book. Don't we all have our own history volumes?

Each of us has our own single edition history book. The more we live, the fatter our history volume becomes. Each day that is crossed out from life becomes a new page of that volume. Each day begins with a fresh page, snow-white and spotless. But as every hour goes past, a few words, a new line or maybe a whole paragraph is written. You cannot see them, read them as they write, but they are written in indelibe ink on pages that record even the triflings of our lives. Sometimes when we are alone in our own world, we flip the pages of that book that no one else can see, read a few lines, contemplate, read again, smile at a pleasant event, shed tears when eyes glance over the saddest moments of life, frown at one of those unresolved mysteries of life...and close eyes to walk down the memory lane to reach the past that is light years away.

If life is a history book, if each day is nothing but a page of that book, what are we? It's writer, reader, or sole owner?

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে