বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Reminiscing about monsoon in Minnesota

It’s a rainy day today. Here I am in a midsized city in Minnesota, sitting on my bed with a laptop, scribbling words to pour out many an emotion that the damp day has aroused. On the roads, cars are whooshing along, splashing the rainwater that collected in puddles. A lone red Chevrolet is standing in our apartment building's parking lot, its windshield dripping drops of the summer rain. The Southwest metro bus just left the street corner. A middle-aged lady is walking down the street - her one hand holding a bag of groceries, the other a yellow umbrella.

Gloom is hanging over the whole city. It's a small city and the gloom makes it appear even smaller. Is there a connection between the apparent size of a city and its weather? I believe not. But then why does a city seem bigger and merrier on a sunny day?

There is not much difference between the Dhaka skies and skies here in Minnesota. I can only see the differences when I gaze down - the differences become vivid in the models of the cars, street numbers, patterns of the houses and the deciduous trees. But a look at the heaven above takes me back to the city I was born in and raised. It is the same sky and the same clouds. Maybe they are not, but they appear so in the eyes of a person, who now lives abroad.

I miss nagging mom to cook hotchpotch and red-hot beef curry on a showery day. I miss having tea in the afternoon on a rainy day. Ah, with every sip, the pitter-patter of the rain sounded even more rhythmic to my ears! I can still have tea on a rainy day but having so is not nearly as pleasurable, the ambience can bring magical difference even to the taste of a cuppa. Yes, it's true.

So, here I am watching the raindrops fall and reminiscing about the days left in a distant past. You can separate your body from the land you were born in. But your heart? No.

By Wara Karim
Date of publication: July 6, 2010
The Daily Star

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে