বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Here comes the cold season

That day I left work for half-hour to grab something to eat. One step outside the building and a gush of wind almost blew me away. I put my hands on my freezing ears almost reflexively. This is just the beginning of the long winter, and I'm falling in love with it.

The trees still have some yellow leaves left on them. When I look at the horizon, I see colours that I can't always describe in words. I think I see beige, golden, brown, yellow and perhaps, a light shade of green too. On some days, I feel like buying a long-distance bus ticket and leave home for a day-long road trip to another state. The reason? I can devour the beauty of the season in the streets, houses, trees and fields while on the move.

I usually leave home about ten-fifteen minutes before time so that I can stand at the bus stop and look at the balding trees, the grey-blue skies and the distant yellow fields, where children frolicked even a month ago.

I always take a window seat on the bus so that I can look outside and see how everything is changing. Frosty cars, people clad in layers, lawns covered in dead leaves, everything murmurs the beginning of a cold, cold season.

It has not snowed at the time of writing this piece. But that doesn't mean it's not cold enough. Every morning before leaving home, I check temperature online so that the sunshine does not deceive me. The sun deceived me on a regular basis when I first came to the USA. I would look outside the window and be awed by the bright sun. I would only know that the sun tricked me when the cold outside would send shivers to my bones. I am rarely fooled these days because I have learned that checking www.weather.com before stepping outside is the smartest thing to do in winter.

I know I will start complaining about the snow, the wind and the cold once the New Year comes. I will get bored and tired of the leafless trees, snow-covered fields and gloomy skies. But it is nature in the beginning of winter which seems so surreally beautiful that I can't help but scribble a few lines.

By Wara Karim
Date of publication: December 6, 2011

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে