বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Unlearned to Cook


I can't even recall making a cup of tea while in Dhaka. My relationship with the kitchen was limited to finding a jar of cookies or pickles from the cupboard. This very relationship changed soon after I set foot in the USA, where I learned to cook for the first time in life.


I am just a cook, not a good cook, let alone a great one. I cook to survive. In the US, I learned to cook mostly fried veggies, lentils, egg curry and tuna kebab. While hubby happily experimented with cooking ingredients, I happily appreciated his culinary skills as I ate his beef and fish curries, biriyani, chotpoti and much more.


Nevertheless, I cooked almost everyday, prepared what I could, and never dared to embark on a large culinary project. Then it all changed with the arrival of the woman who brought me to this world.


Now, I have more or less gone back to my Dhaka days. I literally have not cooked in three months. I happily handed over the responsibility of cooking to my mother. Now, my own responsibility is limited to dragging my body to the dining table after the food is served. I have not enjoyed so much comfort during the last three years of my stay in America. I am so pampered that nowadays I rarely do the dishes after a meal is over.


I can also eat things that I have not eaten in the last couple of years. The list includes small fish cooked with tomatoes, onions and cilantro, large fish cooked with green peas and tomatoes in a thick gravy, deshi-style roast chicken, deshi-style pudding with caramel top and so on.


It looks like I have unlearned to cook. I deem it will now be difficult for me to even prepare a decent bowl of lentils. I am frightened to imagine what might happen when she goes back to Dhaka. Oh well, I guess I won't have a choice but to re-learn to cook!


'God could not be everywhere, so He created mothers' -- Yiddish proverb.


By Wara Karim
The Daily Star
Date of publication: February 28, 2012

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে