Posts

Showing posts from April, 2013

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠের মেঝে, সাদা আরামকে

Preparing Myself for My Baby

When I found out I was expecting, I was both excited and anxious. I was excited for obvious reasons but I was anxious because like all other mothers, I too wanted a healthy baby and feared for my baby’s health. From the very first day, I read as much as I could about babies and pregnancy. I took time to go to the local public library to borrow books about babies. Certain things in life are inevitable but there are some things that every expectant mother can do to have a healthy pregnancy. I walked. I walked every day. On days when I could not go outdoors, I walked inside our apartment. I would turn some music on and walk for at least 30 minutes. I even managed to walk about half a mile three days before my daughter was born. Walking during pregnancy is not only a good cardiovascular exercise but it is the only kind of exercise that you can do throughout your pregnancy. But don’t overstretch or exhaust yourself. Walk as much as your body can handle. I kept myself hydrated. I neve

A Brand New Identity

When she sleeps in my lap, I gaze at her. I gaze at her because I still find it hard to believe that I carried her for nine months. I touch her soft hair, her tiny fingers and toes, I pull her little round nose, I squeeze her cheeks and gently massage her arms. No, nothing wakes her up. She squirms for a few seconds but does not become fully awake. She perhaps knows that she is in a place that is as safe as it can be. The pain was harrowing, nothing I ever felt before. The twenty-three hours of labour seemed like twenty-three days of suffering. Her back was against my back when her back should have been against my belly. The result? Back-breaking labour. Yes, I had back labour, which is far more painful than normal labour. I thought I would pass out. A few times I thought I would die giving birth to my daughter. In spite of everything it was the first time in my life I thought I was strong. I always had an idea that I was physically weak but the birth of Wareesha just blew that idea