বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

etsy.com


Yesterday, I was looking for an anklet to buy online. I have always loved anklets but the sad truth is I rarely find anklets in stores. Some stores do carry anklets but they just happen to be not my kind. So yesterday, I went to Amazon, Macy's and several other shopping sites to see if I could find an anklet that I could buy. After spending almost an hour, I came to my personal conclusion: women do not like wearing anklets! How come there are so limited choices available for anklet lovers?? Then accidentally, I bumped into a website  called www.etsy.com!

Although Etsy has been around for a pretty long time I never heard of them  before. While browsing the site, I learned that the site was featured in major TV networks, newspapers and magazines. Etsy is a virtual marketplace for home-based business owners. It is literally a heaven for people, who love handmade goods.

While browsing the jewelry on Etsy, I came across a few anklets that I absolutely loved. I ordered one right away. The woman who made it is a stay-at-home mom of two boys and she lives in Missouri. She shipped the anklet this morning and I cannot wait for it to arrive.

I browsed their baby dress and toy sections and trust me, the things that are on sale there are in one word, b-e-a-u-t-i-f-u-l! I look forward to shopping on Etsy in the future.

Another great thing about Etsy is that since the merchandise there are hand-crafted, they are not produced in large quantities and hence, are unique. Besides, I believe in promoting home businesses and therefore, I look forward to making more purchases from Etsy in the days to come.

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে