বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

My Tiny Baby

When I look at my 8-month-old daughter now, I find it so hard to believe that she was once a tiny newborn. She weighed less than 6lbs, even though I gained 32lbs during my pregnancy. After her birth, she was unofficially named the "tiny baby" of Abbott Northwestern Hospital, Minneapolis! Every doctor and nurse who saw her called her a tiny baby. Now at 8 months, when I look at her, she looks so mature and strong (God bless her!) that I find it hard to believe that she was once a tiny newborn.

When she sleeps next to me, I cannot help but put my nose against her soft skin. Sometimes, I would wake up in the middle of the night and give her a quick kiss on her forehead. I love her distinct "baby smell." I love to kiss her on the neck when she is in my lap. I love her so much! I know it is perfectly natural, but it often feels unnatural when I think about it.

I love to run my fingers through her soft hair. Sometimes, I scratch the back of her head and she closes her eyes in a way as if she is enjoying it a lot. My little girl!

My baby does not crawl yet. Some babies do not crawl at all. Maybe she will soon start walking. I think I will not be able to hold back my tears the day she will walk for the first time.

I think every parent, when he/she looks at his/her child, thinks if that really is the baby they once brought from the hospital in a swaddling blanket. The baby that was so soft and fragile that they carefully held him, washed him and changed his clothes. How time flies!

My tiny baby is now 8 months old! I pray for her every day and wish that she grows up to be a healthy, loving and caring human being.

Comments

Congratulations wara. Good luck with your baby.
Wara Karim said…
Thank you so much, bhaiya!! :))))

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে