বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Trinky


No, Trinky is not the name of a person or a pet - Trinky is my 10-month-old daughter's most favorite toy. Trinky is white and pink, she is made of cloth and cotton. She is adorable and she accompanies my daughter everywhere. Trinky is Wareesha's favorite toy. Perhaps, I should now call Trinky a rag of a toy because my daughter's chewing and chomping have done some permanent damages to her hands and legs. But Trinky is still my daughter's favorite companion. There is a funny story behind how we got Trinky:

No, we did not buy Trinky. It happened last January when my aunt was visiting us from New York. Among a bunch of gifts that she got for Wareesha, there was a sleeper with very cute cow prints on it. The sleeper came with a soft toy, which looked like a cow. The sleeper was too small for my daughter so I returned it to my aunt. But I liked the soft toy cow so much that I asked her if I could keep it. My aunt agreed readily. That little soft toy cow was Trinky.

We lost Trinky on at least three occasions but someone found her for us every time. Twice, we left Trinky in an airplane and left. One time, a fellow passenger found her and gave her to us and the other time, a cabin crew picked her from the airplane floor and gave us. The three of us were waiting right outside the airplane door for our carry-on bags and my daughter's stroller - the plane was full so the crew decided to keep our carry-on bags and the stroller in the baggage compartment of the plane. We nearly lost Trinky that time! Last week, we were walking along the Nicollet Mall, Minneapolis and somehow Trinky fell from my daughter's stroller. A homeless man yelled at us to draw our attention to Trinky, who was lying on the pavement.

We give Trinky a good bath every two weeks because she becomes stinky from my daughter's drool. I know it sounds yucky but I am just being truthful...
:-)

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে