বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

From the Midwest to the East Coast

Last August, we moved from Minnesota to Delaware, from America's Midwest to its East Coast. The move was exciting but exhausting at the same time. Coming from Bangladesh, such a relocation was like møving from Dhaka, the capital, to say, Bangkok, Thailand! 

It was our third move in 5 years. But the first two relocations were inside Minnesota and therefore, less hectic. Our last move would have been super-hectic if my husband’s new employer had not agreed to provide and pay for professional movers, who packed everything for us. When I say everything, I mean everything. The movers packed our clothes, shoes, toiletries, crockery, pots & pans, spices, non-perishable food items, my child's toys and books, and what not. They even transported my husband’s car from Minneapolis, MN to Wilmington, DE. We never had a car transported before. 

Considering the high costs of flying to and staying in Delaware for a few days to find an apartment, we depended solely on apartment-finding websites to choose our new home. Most apartments look prettier in pictures than in reality. Luckily, the apartment that we chose online looks almost as nice as it did in the photos. Being a stay-at-home, it is important for me to live in a place that is not only safe but also pleasant.

The task of unpacking was boring and labor-intensive. Our new place is smaller than our old one. After we saw the size of the new apartment online, we decided to discard some of our furnishings before relocating. We also left behind clothes and dishware because we could not have fit them into the smaller closets and cabinets of our new place. I heard that people on the East Coast live in smaller apartments because the rent is high - it is true. But believe me, I am learning to live with fewer things and it is not bad at all! 

So far, our stay in Delaware has been good. And I hope I continue to feel so for as long as we live here. I know I am loving the weather. Winter here feels like late summer because I spent 5 years of my life in frigid, but otherwise a friendly and lovely state, Minnesota. 

  




     style="display:inline-block;width:728px;height:90px"
     data-ad-client="ca-pub-1412858923217987"
     data-ad-slot="2221625556">













Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে