বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

The sharing of warmth


While many Dhakaites were busy getting ready to celebrate the New Year's eve, South Asian Youth Society (SAYS) chose the last day of 2013 to launch one of its most successful projects of recent times, "Sharing Warmth - Connecting Humans for a Humane Cause."

After spending ten grueling days to collect funds, finding sponsors and other interested community organizations to join their cause, and buying winter clothes and blankets, the young SAYS members reached out to the winter-affected people of Kurigram, Netrokona and Mymensingh.

On Jan. 10, SAYS distributed 6,000 pieces of warms clothing and blankets in Mymensingh and Netrokona, marking the end of the first phase of their project. On Jan. 18, the members distributed another 2,000 pieces of warm clothes and blankets in three different areas of Kurigram, one of the districts hit worst by the recent spells of cold wave.

They also distributed winter clothes and blankets among the 96 students of Rikta Akter Banu Budhhi Protibondhi Bidyaloy, a school for autistic children in Kurigram. The organizers later took a long boat ride to donate clothes and blankets among the inhabitants of "Oshtomir Char," one of country's remote islands.

In addition to collecting funds from those living in the country, SAYS used PayPal to collect money from their friends, family and well-wishers residing abroad.

"A blanket costs only Tk. 200. Many of us use Tk. 200 to buy a cup of coffee. But a blanket bought for Tk. 200 can save a life," said Towfique A. Khan, president of SAYS.

Founded in 2008, SAYS is a regional organization working toward promoting youth empowerment, community development, civic education, active citizenship, and peace and prosperity among youths of South Asia. The organization currently has 260 members and 1,000 volunteers, known as young change makers.

By Wara Karim

January 28, 2014
The Daily Star link


Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে