বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

When Zeal Overwhelms


This world is teeming with zealous and overzealous people, people who think that their cause is the only cause that is worth fighting for. But, is that true?

Our zeal should not override our common sense. If you think your cause is "the best cause" then probably, your cause is not worth fighting for. There is nothing called "the best cause."

Zeal affects your vision. Zeal turns you blind. If your cause makes you a blind man then your cause is also not worth fighting for. This world does not need people who are blind by choice.

Zealous people can only go so far because their cause drives them in a direction from where they cannot see what others, not affiliated with their cause, want or see. In a situation like this, even if your cause succeeds, you cannot achieve much. How far can your really go when half of your countrymen are against your cause?

Sometimes, we are so occupied with our cause that we distance ourselves from reality. We launch campaigns and events without considering their immediate and long-term effects. Yes, zeal is necessary to move a cause forward but your zeal should not prevail over everything you possess - your mind must be open enough to consider the perspective of those who do not believe in your cause - they may have a valid point.

We seem to be living in a world of zeal. We are living in a world where everyone thinks that he has his own good reason. Such a thought brings in more intolerance, bloodshed and animosity in a world that is already hostile and volatile.

We want zeal in the actions of our politicians and social change makers but we do not want them to launch actions that solely satisfy their zeal, for zeal is no deity. In truth, zeal is an extreme form of emotion that holds the power to destroy everything, when and if not carefully restrained.

By Wara Karim

Date of publication: December 31, 2013
The Daily Star link

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে