বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

I can't be what I'm not


People have often called me a tomboy. A tomboy? But I could not and cannot not care less when people call me a tomboy. After all, what does the word mean? A girl who behaves in a boyish manner? A girl who does not fall under the "socially-constructed" definition of how a girl should and must behave? I am sorry but I cannot be what I am not. After all, these socially-constructed definitions are man-made. And man-made things change over time.

If I do not like wearing a lot of make-up and jewelry, I wonder how it bothers others. My favorite possessions are my watches, not my bracelets or bangles. But that's the way I am. I wear very little jewelry because I feel suffocated when I wear too much of them .

I do not have anything against anyone. It does not perturb me when I see girls wearing make-up and jewelry. As a matter of fact, most girls look more beautiful when they wear make-up and jewelry. It's just that I don't feel comfortable wearing them. Yes, I do wear make-up -- kajal, lipstick and that's all. The only time I remember I wore a lot of make-up and jewelry was when I got married.

When my friends and family saw me last year, they gave me looks of surprise. They said I did not look like a mother. But what did they mean by me not looking like a mother? Their definition of a mother is a serious-looking, overweight woman, who is constantly fussing over her child. No, I do not want to be that kind of a mother. I want to be my child's friend. I want to sing, dance, play and paint with her. Just because I gave birth to another human being it does not mean that I have to pretend to be someone else, someone that I seriously don't want to be.





     style="display:inline-block;width:728px;height:90px"
     data-ad-client="ca-pub-1412858923217987"
     data-ad-slot="2221625556">













Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে