বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

We live in a dismal world


There are times when everything seems meaningless. We live in a dismal world, where war, poverty, death and violence make headlines.

When I think of the comfort I enjoy in my every day life, I cannot help but thank the Almighty. This morning, everything suddenly seems meaningless. I know I am rambling but sometimes, you cannot find the right words to express what you feel deep inside.

I am thinking of the children that are dying every day in Gaza. I think of their parents and what they feel. I wonder what a child feels when he/she hears that his/her father/mother/sibling is no more. I ask myself, what would I have done if my daughter died a similar death? Would I have been strong enough to survive the grief?

I think of the lives that we are losing in the air. The unexpected and deadly plane crashes are leaving thousands of people without friends and family. I cannot imagine what those passengers felt when the planes caught fire and lost their control. I wonder what the friends and families of the deceased passengers felt when they first heard the news.

Sometimes when I think of what's taking place around the world, I feel a sharp ache in my heart. Sometimes I feel as if I cannot breathe - the world around me seems suffocative. The images and news stories haunt me day and night. Everything seems so meaningless.





     style="display:inline-block;width:728px;height:90px"
     data-ad-client="ca-pub-1412858923217987"
     data-ad-slot="2221625556">













Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে