বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

I see my child in them


Motherhood has instilled in me a different type of emotion, an emotion whose existence I was unaware of in those pre-mommy years of life. Today, when I see suffering children, turbulent emotions rupture my heart. Sometimes, I shed tears in silence. I ask myself if all this emotional overflow is because of my new identity as a mother. Perhaps.

Every child deserves a happy childhood. But to millions of children around the world, "happiness" is a word that carries little or no meaning. Many a child’s childhood is snatched away at such an early age that they never know what it feels to go to school five days a week, eat three good meals a day, or sleep without having to worry about their houses being blown up by enemy troops.

In any conflict, it's the children who suffer the most. When I see images and video footages of living and dead children of Palestine and Syria, I sit still before my computer and know not what to feel. Sometimes I wonder what I myself would have done if one of these children was mine. I ask myself, how would you react if this little girl wrapped in a shroud was your own daughter? I saw images of dead children in the past too, but they never felt like someone driving a lance through my conscience.

I have somehow learned to associate with a child’s suffering. I can feel a child's pain without touching him, sitting face-to-face with him, or watching him suffer firsthand. My senses are now sharper than they ever were. Motherhood has made me a better listener, seer and smeller. 

Here in the USA, I do not meet underprivileged children in my day-to-day life. But when I visit Dhaka, I meet them in the streets; I meet them while waiting in traffic; I meet them in front of our apartment building and outside malls and restaurants. It hurts me, it hurts me to the point that I bite my lips and look away. I see my child in every little unfortunate child I meet. It's then when I understand that while as a mother I can feel their pain, I cannot do much to ease it.

I think every little hapless soul is my child and yet I cannot do much to make them happy. I feel guilty inside.



     style="display:inline-block;width:336px;height:280px"
     data-ad-client="ca-pub-1412858923217987"
     data-ad-slot="9884493155">




















Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে