বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

American by Birth, Bangladeshi by Lineage (1)


Ipshita is an American by birth and a Bangladeshi by lineage. Both her parents hail from Bangladesh, a small country in South Asia. Her parents’ place of birth has a rich history and culture. She is only two but has already visited Bangladesh twice!

Ipshita lives with her parents in a two-bedroom apartment in Wilmington, Delaware. The city is called the hub of the American credit card industry. Her dad works at an American multinational bank. Ipshita’s mother is there for Ipshita 24 hours a day. She is a full-time mother by choice.

Both of her parents moved to the United States for their higher education. Her dad came to this country in his teens, soon after he finished his high school in Bangladesh. Ipshita’s father, Arif, has been in the U.S. for more than 10 years now. He studied computer information systems in college. He later earned an MBA. Ipshita’s mom, Samia, came to the U.S. as a graduate student. She studied business and mass communications.


Ipshita heard that her parents had a big wedding in Bangladesh. And they moved to America just 4 months after their wedding to pursue their graduate studies at a state university in Minnesota. Ipshita was born in Minneapolis, Minnesota in 2012. So, you see she is a Minnesotan birth. She does not remember anything about Minnesota though. She moved to Delaware with her parents when she was 11 months old. Her parents have promised to visit Minneapolis with her once she is a little older.

To be continued...

Facebook Page

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে