বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

American by Birth, Bangladeshi by Lineage (2)


Ipshita’s parents are Bangladeshis at heart. They want to expose their child to both cultures from a young age. They believe it will enrich her as a person. The two-and-a-half year old Ipshita already knows two languages. She is fluent in Bengali. She understands English but is yet to form long sentences in English. Her pre-school teacher said that her spoken English would improve by the end of the spring semester.

Ipshita wears both Easter and Western clothes. When she visits Bangladesh with her parents she wears salwar suits. She sometimes wears salwar suits at home too. She loves her South Asian fancy dresses. They are so brightly colored! She has quite a few of them – she got a couple of them as gifts from her extended family in Dhaka, the capital of Bangladesh and her parents’ city.

She visited Dhaka twice in the last two years. The city was always too hot and humid for her. Although she did well during her first trip, on her second trip to Dhaka last September, she was ill most of the time with an upset tummy. Nonetheless Ipshita wants to visit Dhaka again. They will skip 2015 and will perhaps visit Dhaka again in 2016.

The journey to Dhaka has so far been stressful for Ipshita. They fly from the Dulles International Airport, which is almost a 2-hour ride from their home in Wilmington, Delware. It takes some long 14 hours to fly from there to Dubai, where they have their stopover if they fly Emirates.  From Dubai it takes another 5 hours to reach Dhaka. Ipshita dislikes being in any confined space so plane journeys are never pleasurable for her. She loses her appetite too, so her parents have to return untouched trays of food to the cabin crew during mealtimes.

To be continued...

Facebook Page

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে