বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Shame on you!

Every time I read news stories about girls and women being raped, I lose my cool… I cannot think clearly. Sometimes I try to imagine the traumas that victims of this heinous crime experience throughout their lives, but I cannot… It’s just too painful to even try to imagine something like this. Sometimes I shed tears in the silence of the night. 

As a woman and a mother I believe that prison time is NEVER enough for a rapist or sexual assaulter. Perpetrators of these crimes also need to be emasculated so that they are constantly reminded of the sins they committed. In our male-dominated societies, we are more lenient than we should be toward our men and male criminals. 

I have a daughter. And if a man ever tries to dishonor her, I know I will not think twice before hurting him. I just won’t.

I was shocked at the incident that took place on Dhaka University campus on April 14, 2015. Do we live in a country where law and order still exist? It does not seem so! How could our police force let those mongrels do what they did? It’s also shameful that thousands of able men who were in the vicinity did not come to the rescue of those poor young women, who were dishonored in the open air on the first day of the Bengali New Year. 

Shame on all those men, who use force on women. Shame on you, mongrels! Shame on you!

My Facebook Page

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে