ছুটিতে প্রতি বছরই যাওয়া হয়। কিন্তু ছুটি কাটাতে গিয়েছি আর কোনো জিনিষ হারিয়ে ফেলিনি সেটি খুব সময়ই হয়। আমি এমনিতেই ভুলো মানুষ, আমার জন্য ছুটি মানে হচছে যে শহরে যাচ্ছি সেখানে নিজের কিছু জিনিষ অবশ্যই উপহার হিসেবে রেখে আসা। বেশিরভাগ সময়ই আমার সেসব উপহারগুলো পায় হোটেলগুলো।
গতমাসে মাকে এয়ারপোর্টে তুলে দিতে New York গিয়েছিলাম একরাতের জন্য। পরদিন বাসায় ফিরে এসে টের পেলাম যে আমার মেয়ের সবচেয়ে ভাল জিনস্ জোড়া আমরা হোটেলেই ফেলে এসেছি! কিন্তু বিশ্বাস করুন, হোটেলরুম থেকে বের হবার আগে আমরা বার বার পুরো রুম খুঁজে দেখেছিলাম কিছু ফেলে যাচ্ছি কিনা। কিচ্ছু চোখে পড়েনি তখন!!
গত এক সপ্তাহ খুব ঘুরলাম ভাই আসা উপলক্ষে। New York City তে ছিলাম তিনদিন - ওখান থেকে বাসায় ফিরে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে দেখি তার বালিশ নেই। বালিশ কোথায়, বালিশ কোথায়? বালিশটি সাথে করে নিয়ে গিয়েছিলাম এবং যথারীতি হোটেল কক্ষেই ফেলে এসেছি। আমাদের এবারের লম্বা সফরের শেষ অবস্থান ছিল Washington, D.C.। পরশু বিকেলে বাসায় ফিরে সদর দরজার সামনে দাঁড়িয়ে বর পকেট হাতরাচ্ছে চাবির জন্য। নাহ্, কোন চাবি তো পকেটে নেই। থাকবেই বা কি করে, চাবির গোছা যে হোটেলরুমেই ফেলে চলে এসেছে সে। ভাগ্যিস এ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের অফিস শনিবার খোলা থাকে, তাদের কাছ থেকে তাদের বাড়তি চাবিগুলো নিয়ে বাসায় ঢুকলাম।
দোকানপাটে আমি প্রায়ই হাতব্যাগ অথবা শপিং ব্যাগ ফেলে আসি। এটা আমার জন্য খুবই স্বাভাবিক একটি ব্যাপার। দেশে থাকতে দোকানে গেলে আমাকে আম্মু পাহারা দিয়ে রাখতো, ব্যাগ ফেলে উঠে দাঁড়ানোর সাথে সাথে মনে করিয়ে দিত যে আমি আমার হাতব্যাগ ছাড়াই রওনা দিচ্ছি। বিদেশে একটা জিনিষ ভাল, বেশিরভাগ সময় কারও ব্যাগ পড়ে থাকলেও কেউ হাত দেয়না। আধা ঘন্টা পরও ফিরে গিয়ে ব্যাগ যেখানে ফেলে এসেছিলাম ঠিক সেখানেই খুঁজে পেয়েছি। অনেক সময় দোকানের কর্মচারীরাও সযত্নে তুলে রাখে আমার ব্যাগগুলো।
ঢাকায় একবার ওয়ালেট/মানিব্যাগ হারিয়ে ফেলেছিলাম অটোরিক্সাতে - কয়েক হাজার টাকা, আইডি কার্ড, ব্যাংকের ডেবিট কার্ডসহ আরও নানা টুকটাক দরকারী কাগজ ছিল ওতে। আমার ঠিকানাও লেখা ছিল ভিতরে কিন্তু যে পেয়েছে সে ফেরত দেয়ায় প্রয়োজন বোধ করেনি ওয়ালেটটি। সেদিন ওয়ালেট হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমার স্কুলের এক বান্ধবীকে ফোন করে সব বলবার পর সে এসে আমাকে নিয়ে আগে একটি কফিশপে ঢুকলো, কফি খাওয়ালো - ওর কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরেছিলাম সেদিন।
Author's Facebook Page
Comments