বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Of Motherly Love


The clock on the beige wall read 3:30. It was 3:30 a.m. in the morning.  The world was asleep, but not Sabera. She can catch only an hour or two of sleep (if she is lucky) at a stretch these days.

She stretched her arms but retracted them so she could grab her own shoulders. "Ouch! My shoulders are sore from all the hard work," she thought. Not only Sabera's shoulders, her limbs and back were sore too. Her body screamed in fatigue and begged a few hours of uninterrupted sleep.

As she released her fingers from her shoulders and looked at the little bundle on the bed, it took only a few seconds for her eyes to well up with tears. She bit her lower lip and smiled. She lowered her head and kissed her child's forehead. She stuck her nose under his chin and smelled him - she loved smelling him! The little bundle moved and a smile flickered on its tiny face. Suddenly Sabera felt her bodily pain being slowly replaced by a feeling of motherly love - it engulfed her from all sides. Sabera's shoulders were suddenly not sore anymore and her eyes stopped screaming for sleep...

Writer's Facebook Page

*Photo taken from Google Images 



Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে