বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

The Amish Village

I first came across the word, Amish, in one of the volumes of Nancy Drew mystery stories series some 20-25 years ago. At that time, I knew nothing about the Amish and who they are. As I became older I read about them on the Internet at various times; I even watched several episodes of a reality TV show called “Breaking Amish” a couple of years ago. In short, the Amish and their lifestyle had intrigued me and I always wanted to see first-hand what the life of these simple people is like. I finally made it last Saturday - we visited The Amish Village in Lancaster county of Pennsylvania. In the Amish Village, one gets to see an authentic Amish farmhouse, a barn with animals, an Amish schoolhouse, Amish buggy, plow, etc. Pennsylvania is the first and oldest Amish settlement in the U.S. It was a fun+educational trip. 


 Mr. Ed, the horse, in The Amish Village barn. He was so friendly!
 The Amish Village.
 Buggies and automobiles share narrow country roads.
 I am patting a donkey. They are nice and friendly animals. The coat was soft and smooth.
 Clothes drying under the sun. Reminded me of my life in Bangladesh.
 Boys' bedroom
 An Amish crib
Girls' bedroom
Wood cook stove. Although some homes still use wood stoves, gas stoves are more common today.
 An Amish stroller. So cute!
An Amish dress and a quilting frame. Married women wear white kapps (caps) and unmarried women black. Amish women's dresses and aprons do not have buttons and are kept in place using short, sharp, straight pins. Amish quilts are famous and a queen-size Amish quilt can easily run up to $700. 


The Amish do not use electricity at home or in their farm. They use alternative power sources like gas, kerosene, compressed air, windmills, solar panels, etc to power their appliance. Here is a gas-powered washing machine from the 1950s. We also saw a propane gas-powered lamp and refrigerator, and a compressed air-powered blender!
The Amish keep peacocks at home because they give out loud cries when they sense danger nearby. So, they are kind of like dogs, but much cheaper and easier to maintain!

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে