Posts

Showing posts from December, 2015

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Fireflies

I looked into the distance From the top of the mountain And I saw the port's yellow lights, Blinking and flickering, Blinking and flickering Like four fireflies in a jar. © Wara Karim 

Indigo Stole

Image
I looked at the heaven above, And I saw an indigo stole.  Even with five rhinestones missing, Threads hanging loose,  And small rips here and there, It was the prettiest stole  I had ever seen.  A thunder strikes.  The pretty stole begins to descend, Descend on me... To keep me warm till eternity. © Wara Karim

Diversity is beautiful

Image
I was at a clinic yesterday morning for my annual health screening. The first person I talked to was the front desk receptionist, a woman whose head was covered in hijab. She looked biracial to me (African American + European American). The doctor who saw me was a young Pakistani American woman, also in hijab. She said she was born in Pakistan but grew up in the US. Last year, a European American doctor saw me during my physical. I didn’t know she was a Muslim until she said “Ass alamualaikum” to me before leaving the room at the end of the physical. I was surprised! She said both she and her husband converted to Islam more than a decade ago - both of them were students at the time of their conversion.  Anyway, from the clinic we went to the nearby Dunkin Donuts to grab some sandwiches - the young lady who took my order was a Bangladeshi. The middle-aged man who handed me our sandwiches was a Bangladeshi, too. Bangladeshi and Muslim.  My OB/GYN (Obstetrician/Gynecol...

Thought of the day (75)

A pinch of tolerance, a dash of respect, a bit of openness, and a handful of love. Mix, and you have the potion to make this world a better place to live! Now, drink up, please. © Wara Karim 

The Truth

I thought it was easier to love than to hate. The truth is, hatred comes more easily to the human heart.  I thought all lives were precious. The truth is, some lives are more precious than others. I thought religions brought peace and harmony. The truth is, to many, religion is only a tool to spread tyranny. What a fool I was to believe in things that are untrue! But I would rather be a fool and believe in good things Than be a disbeliever of human goodness.  © Wara Karim