বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Diversity is beautiful

I was at a clinic yesterday morning for my annual health screening. The first person I talked to was the front desk receptionist, a woman whose head was covered in hijab. She looked biracial to me (African American + European American). The doctor who saw me was a young Pakistani American woman, also in hijab. She said she was born in Pakistan but grew up in the US. Last year, a European American doctor saw me during my physical. I didn’t know she was a Muslim until she said “Assalamualaikum” to me before leaving the room at the end of the physical. I was surprised! She said both she and her husband converted to Islam more than a decade ago - both of them were students at the time of their conversion. 

Anyway, from the clinic we went to the nearby Dunkin Donuts to grab some sandwiches - the young lady who took my order was a Bangladeshi. The middle-aged man who handed me our sandwiches was a Bangladeshi, too. Bangladeshi and Muslim. 

My OB/GYN (Obstetrician/Gynecologist), who saw me during my pregnancy, was Jewish. An Indian American doctor treated me after I went to an urgent care center last month following a bad allergic reaction to a cough med. One of my grad school professors was a Bahá'í - she was also my TA/GA supervisor. My other supervisor was a Chinese professor. 

I will never understand why diversity scares so many people. I have always loved America because of its diversity. Could America ever be what it is today if it were not so diverse? I doubt.

A little bit of love, respect, tolerance and openness can change the face of this world. Let's love and respect each other!




© Wara Karim
Photo: Taken from the Internet

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে