বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

My Father

When I was young, I did not know how important it was to stick to one’s long-standing values and principles. But I saw my dad do it. I will not go into detail but let’s just say, the lives of the four of us (my parents, me and my brother) changed overnight. All of a sudden, it meant making adjustments to many things - little adjustments and big adjustments. It meant getting used to taking an auto-rickshaw to college instead of a car and it meant not getting to eat chicken every day.

I used to be angry with my father because I believed he was the reason my comfortable life was suddenly lost. We paid a high price for his honesty, so did he. But those events and changes in my life made me what I was to become. Today, when I look back in time, my heart fills with respect and gratitude for my father, who never budged an inch from his values, principles and what he thought was morally correct.

Today, when I think of those days, I feel that I would have done the same, if I were in his place. In those years of life, I used to think of him as an uncaring father when in fact, he was doing everything not only for himself, but also for us, so that my mom, brother and I could always hold our heads high in pride every time we thought of him.

They stripped my father of many material possessions, but could not strip him of his honour and dignity. And those two things are important, because those are the only things we can take with us when we journey into the hereafter.

But I must say, life is stranger than fiction, because eventually, we got back almost everything that we once lost…

I am thankful to Almighty for giving me a father who set good examples for me to follow.


Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে