বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Kindness matters

Happiness comes in different shapes and forms. A new cell phone makes us happy, so does a long-overdue vacation or a good movie. But happiness can come from very simple things, too, things that do not cost us any money at all.

For instance, we feel happy when someone lends a helping hand, appreciates our work, utters a kind word, or makes us feel loved, wanted and cared for.

I don't know if it's because I have spent almost 9 years in the West, but every time I visit my home country, I feel that people there are not kind or helpful enough. No man ever opened a door for me in my own country!

Here, I always see men doing it. Women do, too. I almost always hold the door open for the person behind me. When on a crowded bus or train, I get up and give my seat to someone who needs it - an elderly woman, an expectant mother or a disabled person. And I am not the only person who does this, of course. Others do, too. Random people show care in random places... and it makes our day, it really does, because "kindness is the language which the deaf can hear and the blind can see!"

Most of the time, kindness does not cost anything. So let's try to be kind toward each other as much as we can, even if and when people do not acknowledge our acts of kindness.

Try to think of a time when someone was very kind toward you. How did it make you feel? I remember a time when I was stuck in the rain one evening with three friends. There was no public transportation available, and we had no cell phone with us. A taxi driver stopped and offered to give us a ride. He dropped us off at our dormitory and drove away without accepting any fare. I do not remember the man's name or face anymore, but his gesture of kindness is what I still remember even after 12 long years, and I always will.


Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে