বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Amber Autumn

Summer crawls into autumn, a slow but poised walk into a natural world different not solely in terms of weather. Mother Nature lays out the differences the season brings about in the colours of the sky, leaves, flowers, and even in the coats of wild birds and animals.

Summer evenings change to autumnal nights. The sun sets early, so you can no longer take a walk in the park at 7 o'clock in the evening. In autumn, by that hour of the day, the western sky begins to clothe in indigo.
A curtain begins to draw on the world. The outside temperatures also start to dip rather quickly. And the bedroom windows, which you kept open on warm July evenings, need to be shut tight.
You wish you could squeeze more hours into the day, but because that cannot be done, you try to spend evenings at home, reading or listening to music over a cup of steaming caffeinated drink. On a cosy autumn evening, you tell yourself that life is not too bad, even though days would soon be all gusty and slushy. Who does not know that autumn beckons winter!
Autumn is a short-lived season, though. Once the leaves start falling off trees, they fall like rain from the heavens — in an uncountable number. The falling leaves bid farewell to sweet summertime and greet autumn with a rich array of colours: gold, amber, auburn, cider, and burgundy as far as the eye can see. The trees, which were lush green only a month ago, are now tinged with crimson and butterscotch.
Fall Leaf by Wara Karim

Falling leaves gilded in gold do not only cover the green grass, but also the grey asphalt of the city streets. With every passing car, the strewn leaves of maple, oak and sycamore fly about, landing in silence on the windshields of parked cars in streets and driveways.
The fallen leaves of autumn are collected and bagged by homeowners for their disposal as yard waste. A neighbour raking up red and gold leaves is therefore a common sight at this time of the year. On the leaf-strewn ground, squirrels scurry about, burying and hiding acorns in places they deem safe. Animals and birds, too, prepare for the cold weather upon the arrival of autumn. It's a busy season for everyone.
The picture book perfect season will soon bid us goodbye. Some goodbyes are painful. You stare long and hard at the closed door. I sink into a melancholic state of mind every time autumn bids me farewell, for it means that the cold-grey days assuming the name, winter, are waiting on the other side of the door to be my guests. Although they have come unwelcome, I have to open my door to them.

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে