বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

A getaway to Cape May


To those who reside in the US, summertime is synonymous to beach vacation, and a beach getaway is something Americans look forward to every summer. This year, we explored the historic Cape May, New Jersey, which has some of the most beautiful beaches in the country.
Cape May’s beaches are consistently ranked as some of the best in America, and even the world. They are not only family-friendly, but also clean, quiet, safe, and have easy access to restrooms and restaurants. But visitors have to buy beach tags to lounge on the soft, white sand. I understood that the revenue from the beach tag sales goes toward safeguarding, maintaining, and improving these beautiful beaches.

The Daily Star link
Cape May, which is a peninsula, is the southernmost point of New Jersey, a Mid-Atlantic US state. Besides its beaches, the place is also known as a birder’s paradise. Forests, wetlands, and marshes make it a top destination for migratory hawks, songbirds, and seabirds.
We set up our beach tent on the white velvety sand of the Cape May Point State Park beach. We took a kite with us to fly, but it did not take us long to find out that we were terrible kite runners! As my daughter played in the sand and tried to build a sand castle, I laid in our tent, relishing the smell of salty water, the sounds of waves crashing onto the beach, and the Atlantic wind caressing my face. We screamed with joy when we spotted a pod of dolphins; it was a sweet surprise.
The place is also famous for one more thing — its lighthouse. Located at the Cape May Point State Park, the lighthouse was built in 1859, and is functional to this day. By purchasing a ticket for $10, you can climb the 199 steps of its cast iron spiral staircase to reach the top. We did the same, and enjoyed a breath-taking panoramic view of the Atlantic Ocean and the surrounding areas. It was very windy up in the watch gallery, but after climbing 199 steps in the August heat, this wind was exactly what we needed to soothe our sweaty selves.

We had a hearty lunch at a harbourfront seafood restaurant called The Lobster House, located on Fisherman’s Wharf, over charbroiled salmon, grilled vegetables, mashed potato, and large shrimps stuffed with crab meat. 

People who visit Cape May should not miss watching the spectacular sunset from the aptly named Sunset Beach. Although we missed it this time, we look forward to going back to watch the sun drop into the blue-green water of the “Sea of Atlas!”

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে