বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Cherry blossoms and "social distancing"

Location: Public park in Delaware

Hubby, daughter and I have been at home since March 15, 2020. We left home on a few occasions, but those were to buy food and refill our water gallons. Oh, hubby also went out to get a new kitchen faucet, because it suddenly started leaking water. The timing could not be worse!  

I went out for a walk with my daughter last week. We really needed some fresh air. There were other people at the park, too. Everyone needed some fresh air, I guess. People practiced social distancing, so did I. 




Health experts say that it is good for your mental and physical health to go out for a stroll during this time of social distancing. One must avoid crowded places, of course. But this is definitely not the time to drive to Washington, DC to enjoy cherry blossoms, which some people are doing. 

I don't know what these 'nature lovers' are thinking. These folks are not only risking their own lives, but the lives of others. The cherry blossoms will come back next year, believe me. Or perhaps these people are thinking that they will not live through the coronavirus outbreak and hence, this is their last chance to view the cherry blossoms. 

New data coming from the Western world shows that young people are falling ill in large numbers. In New York, 54% of the cases are ages 18-49. If the young people are thinking that they are invincible (this is something people tend to think when they are young), they are wrong this time. 

You may be healthy enough to survive this outbreak, but your old parents and grandparents will probably cannot, so be kind to the vulnerable population. Also, now is not the time to enjoy the finer things of life. Think about all those who are falling ill or succumbing to death, not just in the US, but all across the globe. 

The cherry blossoms will return next year. If more of us live through this pandemic, it will be a happier spring in 2021. 

Comments

Popular posts from this blog

বসন্তের জন্য অপেক্ষা

A personal journey through the captivating landscape of Bengali literature

রমজান - স্বদেশে বনাম প্রবাসে