Posts

Showing posts with the label Thanksgiving

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

Many reasons to love the holiday season

In the West, “it’s the most wonderful time of the year,” because the holiday season is knocking on the door. Here in the continental U.S., where I live, from Thanksgiving until the New Year, the entire country dons a festive look. People shop, travel, donate, watch holiday movies, bake chocolate chip cookies, drink hot cocoa with marshmallows, get together with families and in the colder states, play in the snow.  The Daily Star link There are so many reasons for me to love this season!  Holiday decorations and lightings As the holiday season nears, families get into the holiday spirit, adding glitz to homes, making them merry, bright and beautiful inside and out. Like many others, we drive around cities and neighbourhoods just to marvel at Christmas decorations that make everything so bright and beautiful.  The holiday fever also touches our family  — we bring out our holiday table runner, snowman-themed mugs, bowls, dishes and pillow cases, and light...

Turkey plus Shopping

Thanksgiving in the past three years came and went by and I did not feel the festivity around it. To me, Thanksgiving was synonymous to Black Friday shopping. But last Thanksgiving was different for me, and it was because of a group of people, who shouldered all the trouble of cooking a traditional turkey meal for themselves and their friends. There were baked turkey, mashed potato, sweet potato, corn, green peas, gravy, vegetable casserole, garlic bread and pumpkin pie on the menu. I ate to my heart’s and stomach’s content, it was my first traditional Thanksgiving meal after all. As I devoured the scrumptious food, I wondered if the first Thanksgiving celebrated by the natives and the Pilgrims, the first colonists to build permanent settlement in New England, had a similar menu. It turned out that the food served on the first Thanksgiving did not really have anything common with the kind of food cooked today.  There are mixed opinions though. While some believe that the feast h...