Posts

Showing posts with the label advertising

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

The New Age of Transit Advertising

Image
Today, we roll our eyes over gigantic buses and exclaim "WOW"! A pack of KitKat on the body of a bus gives a twist to our tummy, or a bottle of Kinley builds an overwhelming thirst inside our throats. Bangladesh has just entered the age of Transit advertising. Does the term sound unfamiliar to you? Well, then wait a while to learn a bit about it. Transit advertising is basically an urban advertising form that makes use of buses and taxis to carry messages. In recent times, Dhaka has perceived striking transit advertisements on public buses like BRTC double-deckers and Nirapad. In fact, these vehicles wrapped up all over in awe-inspiring ads are finally making our wait in a jigsaw of traffic jam a little entertaining. Some of the most beautiful transit advertisements are seen on the buses of Userix Nirapad Ltd., which include products like Kinley Mineral Water, Scan Cement, Nokia, electronic gadgets from Esquire Electronics Ltd., organizations like Grameen Phone, HSBC, Standar...