Posts

Showing posts with the label backyard

বসন্তের জন্য অপেক্ষা

Image
  প্রিয় ঋতু কি কেউ জিজ্ঞেস করলে বিভ্রান্ত হয়ে পড়বো। কোনটা প্রিয় ঋতু? সবগুলোই যে প্রিয়! আমার বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ডেলওয়্যার।এই ডেলওয়্যারে প্রতিটা মৌসুম ভিন্নতা নিয়ে আসে। যেহেতু এখানে প্রতিটা ঋতুর একটা   স্বতন্ত্র অস্তিত্ব  আছে তাই তাদের প্রতি আমার পৃথক পৃথক ভালোবাসা জন্মে গেছে। প্রতিটা ঋতুই নিয়ে আসে অনন্য আমেজ, প্রকৃতি সাজে অনুপম সাজে। সেই সাজ  যেন অন্য ঋতুগুলোর চেয়ে একেবারে ভিন্ন। এই যেমন এখন গুটিগুটি পায়ে এসেছে ঋতুরানী বসন্ত: আকাশে-বাতাসে ঝঙ্কৃত হচ্ছে তার আগমনী সুর, আমি সেই সুর শুনতে পাই।  সবগুলো ঋতু প্রিয় হলেও নিজেকে শীতকালের বড় ভক্ত বলে দাবী করতে পারিনা। গ্রীষ্মপ্রধান দেশে যার জন্ম এবং বেড়ে ওঠা, তার পক্ষে ঠান্ডা আবহাওয়াতে মানিয়ে নেওয়া কার্যত কষ্টকর, বিশেষত সেই শীতকাল যদি চার-পাঁচ মাস স্থায়ী হয়। তাই শীতকাল বিদায় নিয়ে যখন বসন্তকাল আবির্ভূত হয় তখন এক একদিন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবি, "এত্ত সুন্দর একটা দিন দেখার সৌভাগ্য হলো আমার!" শোবার ঘরের জানলা দিয়ে প্রভাতের বাসন্তী রঙের রোদ এসে ভাসিয়ে দেয় কাঠে...

The last maroon lily

Image
My maroon lily plants just bore their last flower. It’s going to be another long wait before they start blooming again next year. I guess it’s the wait and the anticipation that make a gardener’s wait through the fall and winter seasons bearable - you know that in spring, your garden will start putting on a smile and in summer, your backyard will smile from ear to ear. What a joy, what a joy it is when trees sprout new leaves, and perennials peek through the soil in April! For now, enjoy the last maroon daylily of my garden sway in the summer breeze! 

Eggplant blossom

Image
If someone ever showed me a photo like this one and asked me to guess what it was, I could have never guessed in a million years. This is an eggplant blossom! #gardening Every stage in the lifecycle of a fruit or a vegetable is pretty amazing. I am beginning to appreciate the food I eat more than ever!

The joy of gardening

Image
I usually don’t pluck flowers. When I do pick flowers, I do it because there is inclement weather in the forecast! The photos below are from my home. The flowers? They are from my little backyard. If you have a backyard or even a balcony, consider having your own garden - you will never regret it! 

Blue Girl Rose in October

Image
The Blue Girl rose plant in my backyard has blessed me with perhaps its last flower of the year. It is such a delight! The plant had almost died last year, but we re-planted it in a different spot where she could get more sunshine. When we almost gave up on its survival, she began to sprout new leaves. Right now, she is 2-feet tall and has already born two unbelievably beautiful lavender roses! Keep making us proud, little girl!